'Mahuldihar Din' , originally published in 1996 is the first novel by Anita Agnihotri. This novel has been translated in Mahuldiha Days and Dagar i Mahuldiha. This new hardcover edition is published in 2023.
বই বিষয়কঃ
কলকাতা। দুপুরের রাক্ষসী পার্কের মায়া। সূর্যডোবা দেখতে গিয়ে এক মেয়ের হারিয়ে যাওয়া। সেখান থেকে সুদূর মহুলডিহা। অরণ্যের সুগন্ধ ও মায়ার মধ্যে জীবনের সমান্তরাল চলা এক নদী। অরণ্য ও পাহাড়ের আদি সন্তান যাঁরা, সেই মানুষদের জীবন ও লড়াইকে বুঝতে গিয়ে বাবলি খুঁজে পায় তার দেশকে। একই সঙ্গে ঘরে ও পথে চলতে চলতে রক্তাক্ত পায়ের চিহ্নে আঁকে নিজের যুদ্ধযাত্রারর ইতিহাস। জীবনকে নতুন চোখে দেখায় --- নবীন কথাকারের কলমে লেখা 'মহুলডিহার দিন'।