মনখারাপ অনেকটাই কেটে গেল যখন মসুরি জাতীয় আকাদেমিতে ফাউন্ডেশন কোর্স শেষ করে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের ট্রেনিং নিতে শিমলা পৌঁছলাম। উত্তরপ্রদেশের (এখন উত্তরাখণ্ড) মসুরি থেকে কলকাতা হয়ে হিমাচলের শিমলা। পাহাড় যেন নানাদিক থেকে হাতছানি দিয়ে ডাকছে আমাকে। কলকাতায় গিয়ে শীতের উপযুক্ত জামাকাপড় নিতে হবে। তাছাড়া ভ্রমণ কৌতূহলী মা যাবেন আমাকে পৌঁছতে, সঙ্গে বাবা। ফাউন্ডেশন কোর্স চলার সময়ই, পরের বছর সর্ব ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষা দেবার জন্য ফর্ম ভরেছি, প্রস্তুতি চালিয়ে গেছি। তা ছিল ঝড়ের মুখে প্রদীপশিখাকে আগলে রাখার মতন কঠিন। ফাউন্ডেশন কোর্সের দৈনন্দিন পড়াশুনো আর পরীক্ষার চাপই অনেক, তা ছাড়া অজস্র এক্স্ট্রা কারিকুলার অ্যাকটিভিটি। সারাদিন হস্টেলের ঘরে অজস্র বন্ধুর আনাগোনা। তাদের জীবন নিশ্চিন্ত, মধুর, আমার মতো সংকট নেই কারও।