A collection of selected Bengali poems.
বই বিষয়কঃ
কৈশোরেই কবিতা লেখার সূচনা আর আশির দশকে গদ্যরচনা পর্ব শুরু। এই সময় থেকেই অনিতা অগ্নিহোত্রীর কবিতা ও গদ্য পরস্পরকে অনুসরণ করেছে, লীন হয়ে গেছে এক অপরের মধ্যে। তবু, আটটি কবিতা গ্রন্থ থেকে নিষ্কাশিত এই প্রেমের কবিতাগুলি কবির একান্ত বিশুদ্ধ, ব্যক্তিগত কাব্যিক উচ্চারণ আকিঞ্চন, উত্তাপ, বিষাদ, বিচ্ছেদ বেদনা, উল্লাস বহু আবেগের কলরব।
প্রেমে আবদ্ধ, প্রেমের স্বপ্ন দেখা মানুষ বার বার পড়বেন এই কবিতাগুলি।