'Amar Pratibader Bhasha' ( My Language Of Protest) is a collection of political essays penned in recent years. This collection contains twenty-three disquisitions reflecting the author's opinion on currently raging political and social issues.
বই বিষয়কঃ
ইস্পাতের ফলা, তাই সিমেন্টের ভিত। ব্যারিকেড মজবুত করতে হবে, পুলিশ অধিকর্তা বলেছেন, কারণ ২৬শে জানুয়ারী আন্দোলনকারিরা উল্টে দিয়েছিল ব্যারিকেড। এই তাহলে রণনীতি ? আঘাত, প্রত্যাঘাত। তাই জল, শৌচালয়, আবর্জনা পরিষেবা সব তুলে নেওয়া হয়েছে? দিল্লীর মন্ত্রী ও জল বোর্ড ও পুলিশের কাছে অসহায় । এই মানবাধিকার উল্লঙ্ঘনই কি ভারতবর্ষের মত এক গণতন্ত্রের আধুনিক চেহারা? যেখানে দেশের মানুষ এক নির্বাচিত সরকারের প্রতিপক্ষ? আন্দোলনের পরিসর ছোট হতে হতে মুছে যাবে? নানা বর্ণনার দেশদ্রোহীতে ভরে যাবে আমাদের কারাগার? গণতান্ত্রিক সরকার, কোর্ট সবার সামনে পুলিশের হাতে সমর্পিত হবে আমাদের যাবতীয় অধিকার? আমরা হয়ে যাব অচেনা এক অন্য দেশ, যেখানে আন্দোলনের কোনও তাৎপর্যই আর অবশিষ্ট নেই? না। এখনও এমন নিরাশা শোভা পায়না আমাদের। গত দুবছরের নানা প্রতিবাদ, পরিশেষে কৃষক আন্দোলন আমাদের শিখিয়েছে, দেশে থাকতে গেলে পথে নামতে হয়। মাঝে মাঝে গিয়ে কেবল ভোট দিয়ে এলেই চলেনা। নির্বাচনের অস্ত্রটিতে শান দিতে গেলে জন আন্দোলন অতিশয় জরুরী।