It’s a novel on the second decade of twenty first century in the post liberalisation Western India, mainly Mumbai and Pune where developers are after rural land to convert these into special economic zones. At the same time international terrorist networks are ravaging the lives of innocents in the city, killing hundreds in blasts and targeted attacks. Mahul and Srikanto are from Kolkata trying to settle down in Mumbai with their young daughter Mrittika but leads an anxious existence. Mrittika wants to get to the real India unshackling herself from fears of daily life. A strong and multilayered story which makes the book unputdownable.
বই বিষয়ক:
মুম্বই মহানগর। অতিকায়,। সারা দিন, সারা দিন জাগে। বিপুল বৈষম্য তার এগোনোর মন্ত্র। একটানা বৃষ্টির চিৎকার, ক্রমাগত সন্ত্রাসবাদী বিস্ফোরণের মুখে নির্বিকার তার মানুষরা। ডেভলপাররা নেমে পড়েছে জমির সন্ধানে। স্পেশাল ইকনমিক জোনের নামে হস্তান্তরিত হচ্ছে চাষির ভবিষ্যৎ। মহুল আর শ্রীকান্তর পারিবারিক জীবন তোলপাড় হয়ে যায় মৃত্যুর ছায়ায়, বাংলার শিকড় ছেঁড়া শূন্যতার মধ্যে বসে। তাদের মেয়ে মৃত্তিকা দেশ কে চিনতে বেরোয়, কিন্তু ফিরে আসে এক ঠিকানাবিহীন বাস্তবের মধ্যে। নিরন্তর সংশয় আর নিজেদের শিকড়ে ফেরানোর আকুলতার মর্মস্পর্শী আখ্যান 'আয়নায় মানুষ নাই'।