দিল্লি থেকে রাঁচি। রাঁচি থেকে সড়কপথে দুমকা। সড়কের যা অবস্থা। তাতে নরকের পথে যাত্রাও এর চেয়ে কুসুমাস্তীর্ণ মনে হলো। শুনলাম, ভিআইপি–রা যতদূর সম্ভব হেলিকপটর যোগেই যাতায়াত করেন, চাঁদের পিঠের মতো খানাখন্দ এড়াতে। সেইজন্য রাস্তার মেরামতিও সম্ভবত কাগজে কলমে বহাল থাকে।