মুখোমুখি শমীক বন্দ্যোপাধ্যায় ও অনিতা অগ্নিহোত্রী
অনিতা অগ্নিহোত্রী একজন দক্ষ প্রশাসক । অন্যদিকে একজন সৃজনশীল লেখক। তিন দশকেরও বেশি সময় ধরে দেখেছেন বাস্তব জগৎ নানা রঙের মানুষ বর্ণিল বা বিবর্ণ জীবন ,প্রান্তিক মানুষের টিকে থাকার লড়াই । লাল ফিতের ফঁসে আটকানাে ফাইল নয় , তার বাইরের সঞ্চরমান জীবন সংগ্রামের দলিল স্থান পেয়েছে তাঁর লেখায়। সেইসব নিয়ে আলোচনা, আড্ডায় শমীক বন্দ্যোপাধ্যায় ও অনিতা অগ্নিহোত্রী।
আয়োজনে দেজ পাবলিশিং।
অনুষ্ঠানের তারিখঃ ১৮ জুলাই ২০২১