পাখি ডাকে
পাখি ডাকে
বেলা-অবেলায়
দিনের কুহর থেকে
ভাঙা-দেয়ালায়
পাখি ডাকে।
ঘুম-রঙা আকাশের
তাঁতে বোনা মেঘ
জরিপাড়।
অং নদী;
চাঁদ-ডাকা
বুদারু পাহাড়।
দাউ-দাউ আগুনের
জঙ্গলে বসে
পাখি ডাকে।
খরা-জ্বলে আগুনের
ভাঙা ভিটে
খড়ি-ওঠা পা ও
হাতে কালসিটে।
খিদেয় উথাল করা
রাত ঘুমে
পাখি ডাকে।
বুকের আগল ছেঁড়া
কান্নায়
পাখি ডাকে।
[শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত]