সাঁজোয়া বাহিনী যায়
সুন্দর, তুমি এরকমই থেকো, বদলে যেওনা
সুন্দর, যদি নগর মাড়িয়ে সাঁজোয়া বাহিনী যায়
পথেই স্ফুরিত রক্তের দাগে মিশে যায় রাঙাধুলি
যদি নদীখাত জ্বলে যায় অনাবৃষ্টিতে, যদি
অসময়ে ত্যাগ করে চলে যায় আমাকে, আমারই ছায়া।
সুন্দর, তুমি বদলে যেও না, এরকমই থেকো
জ্যোৎস্নার হাতে মুছে দিও কালো গ্রানাইটে বলিরেখা
গাছের মতন নদীজলে প্রতিবিম্বকে, নদীর মতন
আকাশকে বুকে রেখো; দূর দুঃখের গিরিবর্ত্মেও, লোভী
ফিরে ফিরে আমি তোমারই ও মুখ দেখি!
[শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত]