আমাকে ওড়াল যারা তারা জানেআমি আর ফিরব না। শীতের বিকেলদূর মাঠে ঘন হবে, আমাকে ছাড়াইমেলায় বিকোবে মঠ, রাঙা লংকা, হরিতকী কুল
[ View more ]
যেদিন আমি মাটির পাশে জলকে রাখলাম আর শিখলাম যে একলা পায়ে বিশ্বভুবন হয় না অন্ধকার আকাশ ভেজা বারুদ
আমার প্রত্যেক আঙুলে একটু করে আগুনআমি শিখলাম কী করে জ্বালিয়ে রাখতে হয়,নিভতে নেই
ক্ষমা করে দিলাম তোমাকে। অক্ষর আর মাত্রাবৃত্তের তফাত না বুঝেই তুমি বর্ণের আগুনে হাত দিয়েছিলে বিসর্গ কতমাত্রা, গতকালও জানতে না তুমি।পাহাড়ের পা পর্য ন্ত শুকনো ঘাসের জঙ্গল।
Page 3 of 3
যেদিন আমি মাটির পাশে জলকে রাখলাম আর শিখলাম যে একলা পায়ে বিশ্বভুবন হয় না অন্ধকার আকাশ ভেজা বারুদ...
জোনাকি আমাদের জনারণ্য আজএকটি জোনাক-জ্বলা গাছজ্বলা ও নেভার ছন্দে পথকাঁপে, কলরোলে অট্টালিকাগুলিদুলে ওঠে, আজ আমাদের ভয় নেই
অন্ধকারে ডুবে আছে মাতঙ্গিনী হাজরার গাঁডুবে আছে নদীজল, রাঙা সূর্য, পাখির কাকলিএদিকে এসেছে খুঁটি...