সুন্দর, তুমি এরকমই থেকো, বদলে যেওনা
সুন্দর, যদি নগর মাড়িয়ে সাঁজোয়া বাহিনী যায়
পথেই স্ফুরিত রক্তের দাগে মিশে যায় রাঙাধুলি
যদি নদীখাত জ্বলে যায় অনাবৃষ্টিতে, যদি
অসময়ে ত্যাগ করে চলে যায় আমাকে, আমারই ছায়া।
[ View more ]
সেই মেয়েটি হারিয়ে গেছে সিঁথির মোড়ে
সূর্য-ডোবা দেখতে গিয়ে। সেই মেয়েটি
ক্রন্দসী-তীর ছাড়িয়ে গেছে মেঘান্তরে।
ঘাসের ঘুঙুর লোটায় পায়ের। রুপোর কাঠি
শিয়র বাগে। কে আর তাকে মধ্যরাতে
জাগায়, সে তো ছাপিয়ে গেছে এই সময়ের
দ্বন্দ্ব-দোলন। বনের দু'হাত জ্যোৎস্না-পাতে
পিছল, তাকে ডাকতে পিছু শঙ্কা পথের।
[ View more ]
অন্ধকারে ডুবে আছে মাতঙ্গিনী হাজরার গাঁ
ডুবে আছে নদীজল, রাঙা সূর্য, পাখির কাকলি
এদিকে এসেছে খুঁটি নির্বাচনে, আলো জ্বলে নাই।
[ View more ]
১
আয়না মাতৃসমা কী দেখেছ হৃদয়ে আমার
কেন চেয়ে থাক মুখে, সাদা প্রতিবিম্বহীনা
তোমার পারদ কবে খসে পড়ে গেছে
তুমি কি জান না, আর কিছুই ধরে না ওই বুকে।
[ View more ]
হেমন্তের মাঠে রাতে ফুটে আছে সার্কাসের তাঁবু
সারি সারি শীর্ণ গ্রাম হাত পাতে গোবর রাঙানো
মজা পুষ্করিণী খোলে শীত জমা বাউটির খিল
নিখিল উঠেছে জেগে রিং-মাস্টারের যুদ্ধ গানে
[ View more ]