Poem

আলোর মধ্যে যে দিন কেটেছিল, হলুদ সবুজ রোদ উথলানো গাছেরা
বাতাসের দৌড়, হ্রদের উপর দিয়ে ভেসে যাওয়া ছিন্ন মেঘ
রাত এসে তার উপর পেতে দিচ্ছে নীল রেশম যা এতদিন গুটিয়ে রাখা ছিল
বনস্থলীর অন্ধকারে। দরজা বন্ধ হচ্ছে খুলছে এলো পাথাড়ি যেন ঢাক
বাজছে গাজন দুপুরের। ছিন্ন পলাশ সকলের মত জমে উঠতে উঠতে অনাবশ্যক
কাঠপিঁপড়ের দল বুকের উপর দিয়ে হেঁটে গেলে ভয় হয় বেঁচে আছি কিনা
আলোর ভিতর কেটেছিল অবসন্ন নির্ঘুম বিকেল, এত আলো দেওয়ালে দুলছে,
জলে ফুঁসে উঠছে মেঘ, যে রাতে সেই আলোর বলয় খুলে খুলে
অন্ধকার কংকালে জড়িয়ে নামি স্বপ্নের ভিতর। দেখি , আমি একা, বিবর্জিতা।